ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চবি উপাচার্যের পদত্যাগ দাবি

প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৪

সংঘবদ্ধ চক্রের মাধ্যমে নিয়োগ বাণিজ্য ও আত্মীয়করণের অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের পদত্যাগ দাবি করেছে ছাত্রলীগের একাংশ। শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতাকর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েও প্রশাসনের সর্বস্তরে বিএনপি-জামায়াতকে প্রতিষ্ঠিত করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ সম্পাদক মোয়াজ্জেম হোসেন জেমস বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতির তোয়ক্কা না করে যোগ্যতা না থাকা সত্ত্বেও উপাচার্য তার পুত্র ইফতেখার আরিফকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শ্যালিকা ইসরাত শামীকে সেকশন অফিসার (উপাচার্য দফতর), দুই পুত্র বধুকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকার লাল ভান্ডারী নামে এক ব্যক্তির জায়গা বিশ্ববিদ্যালয়ের নামে দখল করে নিজে ও তার স্ত্রী সেই সম্পত্তি ভোগ করছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, উপাচার্য তার পুত্র ইফতেখার আরিফ ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম আরিফুল ইসলামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণ করে। গত দুই বছরে যত নিয়োগ বাণিজ্য হয়েছে তার সব অর্থ এ দুইজনের মাধ্যমেই লেনদেন হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ সভাপতি অমিত কুমার বসু, শাহাদাত হোসেন জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন মামুন, রাকিব সরোয়ার, মানব সম্পদ বিষয়ক সম্পাদক এস এম আলাউদ্দিন, সহ-সম্পাদক অতিশ বড়ুয়া, ওমর ফারুক, বায়েজিদ আহমেদ সজল, মিজানুর রহমান মিনু প্রমুখ।