ঢাবি ছাত্রীর শ্লীলতাহানি : ৩ ছাত্রকে সাময়িক বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন সহকারী প্রক্টর আকরাম হোসনে ও মাকসুদুর রহমান।
বহিষ্কৃত ছাত্ররা হলেন: প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম (২০), ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী রাতুল হাসান নাঈম (২০) ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাজমুল সাকিব (১৯)। তারা সবাই ঢাবির ১ম বর্ষের শিক্ষার্থী এবং অমর একুশে হলের ছাত্র। এর আগে দুপুর এগারটায় বহিষ্কৃত তিন শিক্ষার্থীকে কোর্টে চালান করে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌন হয়রানির অভিযোগে তাদেরকে থানায় সোপর্দ করেছে। আমরা ৫৪ ধারায় তাদেরকে কোর্টে চালান দিয়েছি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের বিরুদ্ধে কোনো মামলা করে সেটাও আমরা দেখবো।
ঢাবি প্রক্টর আমজাদ আলী জানান, তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে অতি দ্রুত তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ভুক্তভোগী ওই ছাত্রী তার বন্ধুদের নিয়ে টিএসসিতে আড্ডা দিচ্ছিলেন। এসময় ঢাবি প্রক্টরিয়াল বডি তাদেরকে সেখান থেকে চলে যেতে বললে। তারা বাসায় ফেরার পথে টিএসসির ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে পৌঁছালে আটককৃত তিনজন তাদের উপর চড়াও হয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে । পরে ওই ছাত্রী চিৎকার শুরু করলে অদূরে থাকা প্রক্টরিয়াল বডি অপরাধীদের আটক করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করেন।
এমএইচ/এসকেডি/পিআর