ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবিতে ‘জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী’ মতবিনিময় সভা মঙ্গলবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের যৌথ আয়োজনে জঙ্গি সন্ত্রাস ও মাদক বিরোধী মতবিনিময় সভা মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টায় জবি কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।

জবি ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় জঙ্গি, সন্ত্রাস ও মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হবে। এতে পুলিশের লালবাগ বিভাগে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উক্ত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য বাংলাদেশ পুলিশের লালবাগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমন্ত্রণ জানিয়েছেন।

ইমরান খান/এমএমজেড/পিআর

আরও পড়ুন