ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শেকৃবিতে যথাযোগ্য মর্যাদায় শেরেবাংলার ৫৭তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৭ এপ্রিল ২০১৯

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাঙালি জাতীয়তাবাদের মহান নেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের (একে ফজলুল হক) ৫৭তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ এপ্রিল) নানা কর্মসূচির আয়োজন করে শেকৃবি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও মিলাদ মাহফিল।

সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিকভবনে শেরেবাংলার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।

SAU-2.jpg

এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমান, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস, রেজিস্ট্রার শেখ রেজাউল করিমসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর সকাল সাড়ে ১০ টায় শেরেবাংলার মাজারে শিক্ষক, কর্মকতা, কর্মচারী ও শিক্ষার্থীসহ পুষ্পার্ঘ্য অর্পন করেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মাজার প্রাঙ্গণে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

মো. রাকিব খান/এমএমজেড/এমএস

আরও পড়ুন