ছিনতাইয়ের ঘটনায় জবির দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
ছিনতাইয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদ খান এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মারুফ আহমেদ।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী তার বন্ধুদের সঙ্গে বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে ঘুরতে এলে একই বিশ্ববিদ্যালয়ের ফাহিম আহমদ খান ও মারুফ আহমদ তাদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া যায়, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসুলভ এবং শৃঙ্খলা পরিপন্থী। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাময়িক বহিষ্কার করে।
তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- সে মর্মে লিখিত জবাব দিতে আগামী সাত কার্যদিবস সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইমরান খান/এসআর/জেআইএম