ঢাবির সূর্যসেন হল থেকে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হল থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও একজনকে আটক করা হয়।
বুধবার (১০ এপ্রিল) রাতে হলের ১৭৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক করে হল প্রশাসন। আটকের পর তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবিরুল ইসলাম সনেট ও আল আমিন। অন্যজনের নাম জানা যায়নি। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হলে বসে ইয়াবা সেবনের অভিযোগ ছিল।
আটকদের মধ্যে সাবিরুল ইসলাম সনেট সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক। সে ২০১৫-১৬ সেশনে বিশ্ববিদ্যালয় জালিয়াতি করে ভর্তি হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, হল প্রশাসন এসব বিষয়ে খুবই কঠোর। তাদের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী বলেন, তিন পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির পাঁচ হাজার ২৪০ টাকাসহ তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
এমএইচ/এএইচ/পিআর