মদ পানে রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু
মদ পানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর।
ওই দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তুর্য রায় ও আইন বিভাগের শিক্ষার্থী মুহতাসিম রাফিদ খান। উভয়ই ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
তুর্য রায় নগরীর মোন্নাফের মোড় এলাকার সাইফ টাওয়ারের ২১৪ নং রুমে থাকতেন। তার বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। আর মুহতাসিম রাফিদ খান নগরীর ভদ্রা এলাকার আল সাবিল টাওয়ারের ৪০৫ নং রুমে থাকতেন। তার বাড়ি খুলনার দৌলতপুরে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গতকাল রাতে নগরীর মোন্নাফের মোড় এলাকার একটি মেসে ওই দুই শিক্ষার্থী মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে রাতে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আজ সকালে তাদের মৃত্যু হয়।
সালমান শাকিল/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ সাংস্কৃতিক আয়োজনে ছাত্র-জনতার আন্দোলনকে স্মরণ
- ২ লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতির স্থান যেন ক্যাম্পাসে না হয়: সারজিস
- ৩ রোববার ঢাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি করবে ছাত্রদল
- ৪ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ডাস্টবিন স্থাপন
- ৫ পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতে গাছে মাটির হাঁড়ি জাবি ছাত্রদলের