ভিসি নিয়োগের আগ পর্যন্ত বন্ধ থাকবে গণবি
উপাচার্য (ভিসি) নিয়োগের আগ পর্যন্ত বন্ধ থাকবে গণবিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার এ সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বৈধ উপাচার্যের নিয়োগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ সকাল ৮টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। কিন্তু বৃষ্টির কারণে কিছু সময় তারা সরে যান। পরে সকাল ১০টায় তারা আবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
‘দাবি মোদের একটাই ইউজিসি কর্তৃক বৈধ ভিসি চাই’- স্লোগানে আওয়াজ তুলেন আন্দোলনকারীরা। অনেকেই আবার ভিসির দাবিতে বিভিন্নরকম প্ল্যাকার্ড লিখে দাঁড়িয়ে সমর্থন দেন।
সকাল ১০টা ৪০ মিনিটে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মেজবাহ আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রণ মীর মর্ত্তুজা আলীসহ অন্য কর্মকর্তা-কর্মচারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
জেডএ/জেআইএম