বাস্কেটবলে ৫৫-২ ব্যবধানে গ্রিন ইউনিভার্সিটিকে হারিয়েছে গণবি
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প’১৯ এর বাস্কেটবল প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপক্ষে ৫৫-২ স্কোর ব্যবধানে জয় পেয়েছে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের ছেলেদের দল।
শুক্রবার (৫ এপ্রিল) অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এর আগে, গ্রুপ পর্বের আরেক ম্যাচে গত বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে ৪২-১০ স্কোর ব্যবধানে হারায় গণবিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ এ মূল প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯’। দেশের ৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিয়েছেন। ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিং, সুইমিং আর অ্যাথলেটিক্স এই ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
জেডএ/জেআইএম