ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বাস্কেটবলে ৫৫-২ ব্যবধানে গ্রিন ইউনিভার্সিটিকে হারিয়েছে গণবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | গণবিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৬ এপ্রিল ২০১৯

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প’১৯ এর বাস্কেটবল প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপক্ষে ৫৫-২ স্কোর ব্যবধানে জয় পেয়েছে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের ছেলেদের দল।

শুক্রবার (৫ এপ্রিল) অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

gono-university

এর আগে, গ্রুপ পর্বের আরেক ম্যাচে গত বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে ৪২-১০ স্কোর ব্যবধানে হারায় গণবিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ এ মূল প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯’। দেশের ৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিয়েছেন। ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিং, সুইমিং আর অ্যাথলেটিক্স এই ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

জেডএ/জেআইএম

আরও পড়ুন