ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ছাত্রদের পর এবার শাবিতে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাহজালাল বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৩:৩৮ এএম, ০৫ এপ্রিল ২০১৯

খাবার ও পানির সমস্যাসহ নানা সংকট নিরসনের দাবিতে ছাত্রদের পর এবার বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ আবাসিক ছাত্রীরা।

বৃহস্পতিবার রাত ৮টায় প্রথম ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা সাত দফা দাবি জানিয়ে হল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে হল প্রভোস্ট অধ্যাপক আমিনা পারভীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যা সমাধানে আলোচনার আশ্বাস দিলে রাত ১০টায় শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, হলের পানিতে প্রায় সময়ই কেচো জাতীয় পোকা পাওয়া যায়। আবার অন্যান্য হলে বিশুদ্ধ পানির সরবরাহ থাকলেও প্রথম ছাত্রী হলে নেই। ডাইনিংয়ে অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন, নিম্নমানের চাল, তেল ও সবজি ব্যবহার। ওয়াইফাই সুবিধা চাহিদার তুলনায় অপ্রতুল, যার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। এসব বিষয়ে হল কর্তৃপক্ষকে বারবার অবহিত করলেও তারা দৃশ্যমান কেনো পদক্ষে নেয়নি। যার ফলে বাধ্য হয়ে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে- পানির সমস্যার সমাধান, রিডিং রুমের ব্যবস্থাকরণ, ছেলে-মেয়ে হলের বৈষম্য দূরীকরণ, ডাইনিং-ক্যান্টিনের খাবারের মান উন্নীতকরণ, হলের দোকানে বিকাশ ও অন্যান্য সুবিধা বৃদ্ধি, ওয়াইফাই সমস্যা সমাধান, প্রতি সপ্তাহে মিটিংয়ের আয়োজন।

সার্বিক বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক আমিনা পারভিন বলেন, শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে আন্দোলন করছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

এর আগে গত শনিবার রাতে অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্ররা ডাইনিংয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছিল।

বিএ