কবিতা চর্চা করতে হবে মূল্যবোধের মধ্য দিয়ে : নির্মলেন্দু গুণ
‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক-মাঝে উন্মুক্ত বাতাসে’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে ‘তৃতীয় আবৃত্তি উৎসব' অনুষ্ঠিত হয়েছে। কবি নির্মলেন্দু গুণ এ উৎসবের উদ্বোধন করেন।
বুধবার দুপুর ১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে তৃতীয় আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি নওরীন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আশিক সাফাত।
কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘প্রযুক্তিগত ব্যবহারেই বর্তমানে বেশি লেখালেখি হচ্ছে। কবিতার মাধ্যমে প্রেম, ধর্ম, খেলা, রাজনীতি প্রতিটি বিষয় অনন্যভাবে উপস্থাপন করা যায়। শুধু কবিতা পাঠ করলে হবে না, চর্চা করতে হবে মূল্যবোধের মধ্য দিয়ে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বর্তমান সময়ের বাংলার ভাষার প্রধান কবি নির্মলেন্দু গুণ তরুণদের মাঝে নতুন করে কবিতাপ্রীতি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। যার সঙ্গে কবিতার সম্পর্ক নেই, সে মানুষের পর্যায়ে পড়ে না। কবিতার মধ্যে অন্তর্নিহিত ভালোবাসাকে উপলদ্ধির মাধ্যমে আমরা মানুষকে ভালোবাসতে পারি।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। আবৃত্তি উৎসবে উপাচার্য কবি নির্মলেন্দু গুণকে ‘জবি আবৃত্তি সংসদ পদক’ প্রদান করেন তিনি।
আবৃত্তি উৎসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের পাশাপাশি কবি নির্মলেন্দু গুণসহ বিভিন্ন আবৃত্তি সংগঠন এবং আমন্ত্রিত ও একক আবৃত্তি শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ/এসআর/এমএস