ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবিতে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ৩১ আগস্ট ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফিজিক্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. সাবিনা ইসলামকে। এ কমিটিতে আরো রয়েছেন শাবির প্রক্টর বনবিদ্যা বিভাগের প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী ও সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা পারভিন।

প্রসঙ্গত, রোববার বিকেলে একাডেমিক কাউন্সিলের সভার আহ্বান করেন উপাচার্য। আর এর প্রতিবাদে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় `মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ`। কিন্তু তাদের কর্মসূচি পালনে বাধা দিতে সকাল ৭টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। অপরদিকে, আন্দোলনরত শিক্ষকরাও তাদের কর্মসূচি পালন করতে ক্যাম্পাসে অবস্থান নেয়।

সকাল ৮টায় ভিসি তার কার্যালয়ে আসার সঙ্গে সঙ্গে ড. ইয়াসমিন হকের নেতৃত্বে আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে তার কার্যালয়ে ঢুকতে বাধা দেন। এ সময় শিক্ষকরা উপাচার্যকে ঘিরে টানা হেঁচড়া করেন। এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা এসে শিক্ষকদের ওপর হামলা করে। এক পর্যায়ে তাদের ব্যানার ছিনিয়ে নেয় তারা।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি