ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ডুয়েটে প্রকৌশলী লাঞ্ছিত

প্রকাশিত: ০২:৪৯ পিএম, ৩০ আগস্ট ২০১৫

ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট অব বাংলাদেশের আসন্ন নির্বাচন উপলক্ষে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভোট চাইতে এসে লাঞ্ছিত হয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল আলীম। রোববার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট অব বাংলাদেশ (আইইবি) এর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপ থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মেগা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল আলীম। তিনি ডুয়েটের প্রাক্তন ছাত্র এবং শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রোববার সকাল ৮টার দিকে তিনি ডুয়েট ক্যাম্পাসে শিক্ষকদের কাছে ভোট চাইতে আসেন।

তিনি অভিযোগ করে বলেন, ক্যাম্পাসে গিয়ে ভোট চাইতে গেলে ছাত্রলীগ নামধারী কিছু যুবক তাকে প্রচারণায় বাধা প্রদান করে। এক পর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে একাডেমিক ভবনে নিয়ে যান। সেখানে তাকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় সাত ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে ভিসি ও শিক্ষক নেতাদের হস্তক্ষেপে তিনি ছাড়া পেয়ে ঢাকায় ফিরে যান।

নির্বাচনে আওয়ামী লীগ থেকে একাধিক প্যানেল নির্বাচন করছে। আওয়ামী লীগ সমর্থক প্রতিপক্ষ গ্রুপের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সবুরের ইন্দনে তার উপর হামলা করা হয়। নির্বাচন থেকে তাঁকে সরিয়ে দিতেই তার উপর হামলা করা হয়। এতে ডুয়েটের ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল বলে তিনি অভিযোগ করেন তিনি।

এদিকে ডুয়েট ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন জানান, প্রকৌশলী আব্দুল আলীম ডুয়েট থেকে ডিগ্রি লাভ করলেও তার নির্বাচনী প্রচারপত্রে বুয়েট লেখা রয়েছে। তিনি ডুয়েট থেকে পাশ করে প্রচারপত্রে বুয়েট লেখায় ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা তার কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে প্রকৌশলী আব্দুল আলীম সাহেব প্রচারণা না চালিয়েই ফিরে যান। তাকে কেউ লাঞ্ছিত করেননি।
                    
আমিনুল ইসলাম/এআরএ/এমআরআই