ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

মুখে কালো কাপড় বেঁধে ঢাবিতে ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৩ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের পুনঃনির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল করেছে ছাত্রদল। মুখে কালো কাপড় বেঁধে তারা মিছিলে অংশ নেন।

যখন ডাকসুর নির্বাচিতদের কার্যকরী সভা চলছে ঠিক তখন তারা এ প্রতিবাদে। মধুর ক্যান্টিন থেকে তারা মিছিল বের করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার, ডাকসুর ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক মিছিলে অংশ নেন। এ ছাড়া শতাধিক নেতাকর্মী মিছিলে ছিলেন।

অপরদিকে ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পর্ষদের প্রথম সভা চলছে। শনিবার বেলা ১১টায় ডাকসু ভবনে এ সভায় শুরু হয়েছে।

সভায় ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানীসহ নির্বাচিত ২৫ জন ছাত্র প্রতিনিধি অংশ নিয়েছেন।

সভায় সভাপতিত্ব করছেন পদাধিকার বলে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

এর আগে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনের অডিটোরিয়ামে এ সভা হবে। কিন্তু এখন সভা হচ্ছে ডাকসুর ভবনেই।

সভায় দায়িত্ব বুঝে নেবেন ডাকসুর ২৫টি পদে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরা। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে নির্বাচিত দুজনও দায়িত্ব নেবেন। এ প্যানেল থেকে ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন দায়িত্ব গ্রহণ করবেন বলে গতকাল নীতিগত সিদ্ধান্ত হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

এমএইচ/জেডএ/এমএস

আরও পড়ুন