রাবি শিক্ষককে অব্যাহতি
নম্বরপত্র টেম্পারিংয়ের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের এক শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে ৪৬১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
অব্যহতি দেয়া ওই শিক্ষক হলেন, ফলিত গণিত বিভাগের জামায়াত ও বিএনপিপন্থী শিক্ষকদের নেতা অধ্যাপক শামসুল আলম সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য জানান, ফলিত গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রফিকুল ইসলামের গবেষণাপত্রের নম্বর টেম্পোরিং করে ফলাফল জালিয়াতির অভিযোগ ওঠে অধ্যাপক শামসুল আলম সরকারের বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনের ভিত্তিতে নম্বরপত্র জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় অধ্যাপক শামসুল আলম সরকারকে অব্যাহতি এবং শিক্ষার্থী রফিকুল ইসলামের মাস্টার্সের রেজিস্টেশন বাতিল করা হয়।
জানা যায়, ফলিত গণিত বিভাগের ওই শিক্ষার্থী ফলিত গণিত বিভাগে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হন এবং মাস্টার্সে ২০১১-১২ শিক্ষাবর্ষে পরীক্ষা দেন। ওই শিক্ষার্থীর রোল নম্বর ০৮০৬৪১৭০ এবং রেজিস্ট্রেশন নম্বর ১৫৬৬।
ফলিত গণিত বিভাগের ওই শিক্ষকের বিরুদ্ধে এমন সিদ্ধান্তের কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মু. এন্তজুল হক বলেন, সিন্ডিকেট সভায় নেয়া সিদ্ধান্তগুলো লিখিত আকারে এখনও প্রকাশিত হয়নি। রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন সভায় নেয়া সিদ্ধান্তগুলোর অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে।
এছাড়াও শিক্ষককে অব্যহতি ও শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিলসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো, আইবিএস থেকে ইব্রাহিম হোসেন মুনের ভর্তি বাতিল, চারুকলা বিভাগে পাঁচজন শিক্ষক নিয়োগের অনুমোদন, চারুকলা অনুষদ গঠন, বিজ্ঞান অনুষদের অধিনে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান নামে নতুন বিভাগের অনুমোদন প্রদানসহ প্রভৃতি।
রাশেদ রিন্টু/এআরএ/পিআর