ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

সেরাদের সেরা স্বর্ণপদক পেলেন বুয়েটের পাঁচ মেধাবী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১৯ মার্চ ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১১তম সমাবর্তন অনুষ্ঠানে ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে। স্নাতকোত্তর ডিগ্রীধারীদেরকে ড. আবদুর রশীদ স্বর্ণপদক এবং স্নাতক ডিগ্রীধারীদেরকে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক প্রদান করা হয়।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বর্ণপদকপ্রাপ্ত ১৮ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে পাঁচ মেধাবী শিক্ষার্থীর হাতে ড. আবদুর রশীদ ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক তুলে দেন।

পাঁচ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২০১০ সালের জন্য পানি সম্পদ কৌশল বিভাগের মো. এহসানুল হক, ২০১৭ সালের জন্য তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শাহিনুর রহমানকে ড. আবদুর রশীদ স্বর্ণপদক এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জন্য আইপিই বিভাগের শিব শংকর দে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জন্য তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অজান্তা সাহা ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জন্য সিএসপি বিভাগের প্রিতম সাহার হাতে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক তুলে দেয়া হয়।

এমইউ/এমএসএইচ/এমএস

আরও পড়ুন