ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবির হবিবুর হলের ডাইনিংয়ে কর্মচারী সংকট

প্রকাশিত: ০৭:০৮ এএম, ৩০ আগস্ট ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ডাইনিংয়ে প্রতিদিন প্রায় আটশ শিক্ষার্থী খাওয়া-দাওয়া করে। কিন্তু হলের ডাইনিংয়ে কর্মচারীর সংকট হওয়াতে খাবার খেতে এসে শিক্ষার্থীদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে।

হলের ডাইনিং সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ১৯ জন কর্মচারী ডাইনিংয়ের জন্য দেয়ার কথা থাকলেও সেখানে মাত্র ১০ জন কাজ করছেন। এই হলে দুইজন বাবুর্চির জায়গায় রয়েছে মাত্র ১ জন, ৩ জন বাবুর্চির সহকারীর জায়গায় রয়েছে ২ জন। এছাড়াও ১৪টি টেবিলে ১৫ জন টেবিল বয় থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৭ জন টেবিল বয়।

তাছাড়া এ হলের খাবারের মান অন্যান্য হলের তুলনায় ভালো হওয়ায় পার্শ্ববর্তী হল থেকেও এই হলে খাবার খেতে শিক্ষার্থীরা আসছেন বলেও জানিয়েছেন ডাইনিং এর কর্মচারীরা। এ সকল কারণে শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশনে বেশির ভাগই সময়ে দেরি হয়ে যায়।

সূত্র আরো জানায়, তাদের ১০ জন কর্মচারীর মধ্যে ৪ জনই প্রায় ৭ মাস ধরে কাজ করছে কোনো প্রকার বেতন ছাড়াই। এ ব্যাপারে হল কর্তৃপক্ষকে বার বার অবহিত করলেও তারা এদিকে কোনো দৃষ্টিপাত করছেন না।

হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ,  খাবার খেতে এসে তাদের অনেক সময় বসে থাকতে হয়। আবার খেতে বসে পানি বা অতিরিক্ত খাবার চাইলে, খাবার পরিবেশকরা অনেক দেরি করে সেটা দেয়। এতে সময়ের অনেক অপচয় হয়।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক এসএম এক্রাম উল্যাহ বলেন, আমার হলে ডাইনিংয়ে এখন ১০জন কর্মচারী কাজ করছে। যাদের মধ্যে ২ জন ঠিকমতো কাজ করছে না। মাত্র ৮ জন কর্মচারী দিয়ে প্রতিদিন পায় পাঁচ থেকে ছয়শ শিক্ষার্থীর খাদ্য যোগান দিতে অনেক সমস্যায় পড়তে হয়। আমি এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রায় দুই মাস আগে জানিয়েছি ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে বিষয়টিকে বিবেচনা করা হবে।

রাশেদ রিন্টু/এসএস