ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে অনশনকারীদের ভুখা মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১৫ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচনের দাবিতে ভুখা মিছিল করেছেন অনশনরত শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মিছিল শুরু হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন।

মিছিলটি ঢাবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা পুনঃতফসিল ঘোষণার পাশাপাশি ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ মেনে নিয়ে কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করেন।

প্রসঙ্গত গত ১২ মার্চ সন্ধ্যা থেকে ডাকসুর পুনর্নির্বাচনের জন্য অনশন শুরু করেন চার শিক্ষার্থী। তারা হলেন- পদার্থ বিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শোয়েব মাহমুদ, পপুলেশন্স সায়েন্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাইন উদ্দিন, দর্শন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিন্দ্য মণ্ডল এবং সিইসি চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহীদ তানজিম।

১৩ মার্চ তাদের সঙ্গে যোগ দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিয়া তামান্না, সিইসি মাস্টার্সের শিক্ষার্থীর মিম আরাফাত মানব, আইআর দ্বিতীয় বর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলাম ও ভূতত্ত্ব তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল মাহমুদ।

এদিকে ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে অনশনে থাকা আট শিক্ষার্থীর মধ্যে তিনজন শুক্রবার অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

এমএইচ/এমএমজেড/পিআর

আরও পড়ুন