ফল ঘোষণার সময় ছাত্রলীগের বিক্ষোভ, বিব্রত উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার সময় বিক্ষোভ করেছে ছাত্রলীগ সভাপতি শোভনের অনুসারীরা।
তারা ভিপি নির্বাচিত কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরুকে মানি না, মানব না বলে স্লোগান দিতে থাকেন। ফলাফল ঘোষণা শেষে বিক্ষোভ অব্যাহত থাকে।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এক মিনিট কথা বলা বন্ধ রাখেন। শিক্ষার্থীরা চুপ হওয়ার পর তিনি ফল ঘোষণা শুরু করেন। আবারও ভুয়া ভুয়া বলে চিৎকার শুরু হয়।
সোমবার (১১ মার্চ) দিবাগত রাত সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। রাত ৪টার দিকে তিনি সিনেট ভবন ত্যাগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সামাদ, চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন নয় হাজার ১২৯ ভোট।
নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
এআর/এমএইচ/বিএ