ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল জয়ী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৪ পিএম, ১১ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের পূর্ণ প্যানেল জয়ী হয়েছে। এ হলের সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন মো. মুজাহিদ কামাল উদ্দিন। তিনি পেয়েছেন ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আদনান আজিজ চৌধুরী পেয়েছেন ১২৬ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. জুলিয়াস সিজার তালুকদার ৮৯৫ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. নওশের আহমেদ ৮২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

du

সোমবার রাতে হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।

সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।

দীর্ঘ ২৮ বছর পর আজ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।

এমএইচ/বিএ

আরও পড়ুন