ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবির নাট্যতত্ত্ব বিভাগকে ভারতীয় হাইকমিশনের অনুদান

প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৯ আগস্ট ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দু’টি থিয়েটার ল্যাব শীতাতপ নিয়ন্ত্রিত করার ক্ষেত্রে আর্থিক অনুদান দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। শনিবার ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব সিদ্ধার্থ চট্টোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ল্যাব উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য।

উপাচার্য বলেন, সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের জন্য ভারত সরকার যে সহযোগিতা করছে তাতে উভয় দেশের সরকার ও জনগণের বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে।

JU Indian Highcommision
সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলেন, ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগকে কলকাতা, ত্রিপুরা এবং ভারতের অন্যান্য অঞ্চলে নাটক মঞ্চায়নের জন্য আহ্বান জানানো হবে।

এর মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক ও যোগাযোগ আরো বাড়বে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. আফসার আহমদ, বিভাগীয় সভাপতি খায়েরুজ্জাহান মিতু, সোমা মুমতাজ প্রমুখ।

হাফিজুর রহমান/একে/এমআরআই