ডাকসু নির্বাচন : শেষ মুহূর্তে চলছে জোর প্রচারণা
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে চলছে প্রার্থীদের জোর প্রচার প্রচারণা। প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের কক্ষে কক্ষে। প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীদের পাশে থাকার।
শনিবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রচারণা চালায় বামজোট, ছাত্রলীগ, ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীরা।
এ ছাড়াও ছুটিরদিন হওয়ায় প্রার্থীরা হলগুলোর রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার মানোন্নয়ন, গবেষণায় জোরদার, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশাসনিক দৌরাত্ম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া, আবাসন ও ক্লাসরুম সঙ্কট নিরসন, পুষ্টিকর খাবারের নিশ্চয়তা, গণরুম ও গেস্টরুম বন্ধ করা, পরিবহন সঙ্কট নিরসন, প্রশাসনিক কাজকে অটোমেশনের আওতায় আনাসহ নানা কাজের।
প্রচারণার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের প্যানেল থেকে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাদ বিন কাদের চৌধুরী বলেন, ‘শেষ সময়ের প্রচারণা চলছে। শিক্ষার্থীদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি আগামী ১১ তারিখের নির্বাচনে শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্বকে বেছে নেবে।’
কোটা আন্দোলনকারীদের প্যানেলে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ফারুক হাসান বলেন, ‘নির্বাচনী প্রচারণায় শিক্ষার্থীদের ভালো সাড়া পাচ্ছি। কোটা সংস্কার ও সড়ক আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম। যার কারণে আমরা অনেক নির্যাতনেরও শিকার হয়েছি। তারপরও শিক্ষার্থীদের পক্ষে কথা বলা বন্ধ করিনি। আশা করি আগামী ১১ মার্চের নির্বাচনেও শিক্ষার্থীরা আমাদের পক্ষে রায় দেবে।’
স্বতন্ত্র প্রার্থী এ আর এম আসিফুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে আমরা এক ধরলের উৎকণ্ঠা দেখতে পাচ্ছি। তারা ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান। তবে আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী। আশা করছি, ছাত্ররা তাদের যোগ্য প্রতিনিধি ডাকসুতে নির্বাচিত করবে।’
এমএইচ/এনডিএস/এমএস