ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে মধ্যরাতে প্রেমিকা নিয়ে হাতাহাতি

প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৮ আগস্ট ২০১৫

প্রেমিকা নিয়ে কথা কাটাকাটির জেড় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দু’গ্রুপের মধ্যে হাতাহতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে জগন্নথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র অনুপ এবং মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী দেবাশীষ শিকদার। দেবাশীষ হল শাখা ছাত্রলীগের সভাপতি সুপ্রীয়কুন্ড রাজেশ এবং অনুপ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অরূপ রায়ের অনুসারি বলে জানা গেছে।

জানা যায়, দেবাশীষের পেমিকাকে অনুপ বিভিন্ন সময় বিভিন্নভাবে ডিস্টার্ব করতো। এ বিষয়টি নিয়ে শুক্রবার রাত ১১টার দিকে দেবাশীষ-অনুপের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে অনুপ এবং দেবাশীষের মধ্যে মারামারি হলে দুই জনই আহত হয়। এ ঘটনায় দেবাশীষ এবং অনুপের অনুসারি দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ঘটনা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক ছুঁটে আসেন হল প্রাধ্যক্ষ অসীম সরকার ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান। তারা উভয় গ্রুপকে নিবৃত্ত করেন। তবে এই ঘটনায় হলে উত্তেজনা বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ঘটনার স্বীকার করে জাগো নিউজকে বলেন, আমরা আগামীকাল (শনিবার) এই নিয়ে বসবো এবং একটি তদন্ত কমিটি গঠন করবো। যারা দোষী তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যাবস্থা নেয়া হবে। ছাত্রলীগের রাজনীতিতে কেউ অপরাধ করে ছাড় পাবে না। যারাই অপরাধ করবে, তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক এবং একাডেমিক ভাবে ব্যবস্থা নেব।

হল প্রাধ্যক্ষ অসীম সরকার জাগো নিউজকে বলেন, আমি ঘটনার খবর শুনে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে তাদের নিবৃত্ত করি এবং আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসার জন্য পাঠাই। এটা রাজনৈতিক কোনো ঘটনা নয়। এটি সম্পূর্ণ পারসনাল (ব্যক্তিগত) ঘটনা। তবে যারাই এই ঘটনায় দোষী হবে তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো।

এমএইচ/আরএস