ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ইয়াবাসহ ইবি কর্মকর্তা গ্রেফতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৪ মার্চ ২০১৯

ইয়াবাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে আলামপুল এলাকার বালিয়াপাড়া এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই কর্মকর্তার নাম অলিউর রহমান সেতু। তিনি বিশ্ববিদ্যালয়ে সংস্থাপন দফতরের শাখা কর্মকর্তা। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন। অলিউর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ওই কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়টি আমরা শুনেছি। এর আগেও একটি অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আবারও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গ্রেফতারকৃত অলিউর রহমান সেতু বালিয়াপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। এর আগে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাত মাস জেল খাটেন তিনি। তখন তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/পিআর

আরও পড়ুন