ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি এলাকার দেয়ালে ছবি-পোস্টার-ব্যানার লাগাতে নিষেধাজ্ঞা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশের ভাবগাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালগুলোতে কোনো ছবি, পোস্টার ও ব্যানার লাগানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে একুশে ফেব্রুয়ারি উদযাপনের আয়োজক প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ‘একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’র সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সাজ-সজ্জার কাজ শুরু হবে। অমর একুশের ভাবগাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালগুলোতে কোনো ছবি, পোস্টার ও ব্যানার না লাগানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

এ সময় শহীদ মিনারে কোনো সংগঠন কর্তৃক কোনো প্রকার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমএইচ/এসআর/জেআইএম

আরও পড়ুন