ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঘুষের কাছে হেরে গেলেন মুক্তিযোদ্ধা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

‘প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কাজ শুরু হলে নির্ধারিত ফরম পূরণ করেন। ট্রেনিংয়ের সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেন তিনি। তবে নিজ জেলার কমান্ডার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির জন্য ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দিতে পারায় আজও মিলেনি স্বীকৃতি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সাবেক টেলিফোন অপারেটর মকবুল হোসেন। ১৯৬২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় টেলিফোন অপারেটর হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণে সবাইকে এক হতে বললে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আব্দুল হক, গণিত বিভাগের আফতাবুল রহিম, রসায়ন বিভাগের জিল্লুর রহমান, গণিত বিভাগের এনায়েতুর রহিমের পরামর্শে যুদ্ধে অংশগ্রহণ করেন। শরীরে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের অনেক আঘাতও রয়েছে বলে জানান তিনি।

Mokbul

মকবুল হোসেন বলেন, যুদ্ধ চলাকালে তার বয়স ১৭ বছর। তার কাজ ছিল পাকিস্তানি বাহিনীর সদস্যরা কোথায় যাচ্ছে, কোথায় অপারেশন করবে? কোন এলাকায় হামলা করেছে এরকম তথ্যগুলো মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিতেন তিনি। এছাড়া কাজ ছিল পাক হানাদারদের টেলিফোন লাইন এলোমেলো করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া। মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এভাবেই।

গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান তিনি। তিনি জানান, ৭নং সেক্টরে বিশ্ববিদ্যালয় এলাকায় ক্যাপ্টেন গিয়াস উদ্দিনের অধীনে যুদ্ধে অংশ করেছেন।

Mokbul

মুক্তিযুদ্ধের একটি ঘটনা সম্পর্কে জানাচ্ছিলেন, যুদ্ধকালীন ১৯৭১ সালের ১৮ আগস্ট মুক্তিযুদ্ধের খবর নিয়ে আসার সময় আমাকে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা। সেদিন রাতে আমিসহ সবাইকে চোখ বেঁধে বদ্ধভূমিতে নিয়ে যায় এবং সেখানে সবাইকে হত্যা করা হয়। এ দেখে আমি অজ্ঞান হয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি গলা থেকে রক্ত ঝড়ছে। পুকুরের মধ্যে পড়ে আছি। পরে কোনো মতে বেঁচে ফিরি।’

মকবুল হোসেনের পরিণতি এখন চা বিক্রেতা। ৩ সন্তানের মধ্যে দুই সন্তান তাকে ছেড়ে চলে গেছেন। ভরণপোষণও দেন না তাকে। বৃদ্ধ বয়সে ভরণপোষণের জন্য ছোট ছেলে আল আমিনকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় একটি চায়ের দোকানে চা বিক্রি করেন। মকবুল হোসেনের এখন একমাত্র দাবি শেষ বয়সে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি নিয়ে মৃত্যুবরণ করতে চান। এজন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন মকবুল হোসেন।

সালমান শাকিল/এমএএস/পিআর

আরও পড়ুন