ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দফায় দফায় এ সংঘর্ষে ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

রোববার সকাল ১০টা থেকে দুই গ্রুপের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়। পরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ কিছুটা শান্ত রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, পূর্বের একটি ঘটনার জের ধরে সংঘর্ষ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আহতের বিষয়ে তিনি বলেন, আঘাত অনেকেই পেয়েছে। আমরাও পেয়েছি।

কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান বলেন, গত বৃহস্পতিবারের একটি ঘটনার জের ধরে আজকের (রোববার) এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি ছুটিতে ছিলাম, বিস্তারিত জানার চেষ্টা করছি।

এদিকে জবি সূত্রে জানা গেছে, প্রেমঘটিত কারণে গত বৃহস্পতিবার জবি শাখা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। ওই মারধরের ঘটনাকে কেন্দ্র করে আজকে এ সংঘর্ষ হয়েছে।

তবে এ ব্যাপারে ছাত্রলীগের নেতাদের সাথে যোগাযোগ করা হলে ঘটনার কারণ সম্পর্কে তারা কিছুই জানেননি।

আরএস/এমএস

আরও পড়ুন