ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

মোতাহার হোসেন স্বর্ণপদক পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী

প্রকাশিত: ১১:৫২ এএম, ২৫ আগস্ট ২০১৫

বিএস সম্মান এবং এমএস পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের ৩জন মেধাবী শিক্ষার্থীকে কাজী মোতাহার হোসেন স্বর্ণপদক প্রদান করা হয়েছে। এছাড়া, রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোশাররফ হোসেন কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন পুরস্কার লাভ করেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পদক ও পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

অধ্যাপক কাজী মোতাহার হোসেনের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন এবং পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অধ্যাপক কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. সনজিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক সৈয়দ সালেহ চৌধুরী ‘দাবাগুরু কাজী মোতাহার হোসেন’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত অধ্যাপক কাজী মোতাহার হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মানব সভ্যতার উন্নয়নে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ও রচনাবলী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

উপাচার্য বলেন, শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে মানুষের মধ্যে মানবতাবোধ জাগ্রত করা। এক্ষেত্রে কাজী মোতাহার হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।

তিনি বলেন, কাজী মোতাহার হোসেনের আদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে।

উল্লেখ্য, অধ্যাপক কাজী মোতাহার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের শিক্ষক ছিলেন।


এমএইচ/এসকেডি