রাবিতে নতুন অনুষদ ও বিভাগের যাত্রা শুরু
কলা অনুষদ থেকে পৃথক করে চারুকলা অনুষদ এবং বিজ্ঞান অনুষদের অধীনে নতুনভাবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক করে বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় কলা অনুষদ থেকে পৃথক করে চারুকলাকে অনুষদ করার অনুমোদন দিয়েছে। একই সঙ্গে নতুন করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু করার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল।
উল্লেখ্য, নতুন করে চারুকলা অনুমোদন করায় মোট অনুষদ সংখ্যা ১০টি এবং শরীর চর্চা বিভাগসহ মোট বিভাগের সংখ্যা ৫১টি।
রাশেদ রিন্টু/এআরএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাবি থেকে ৩৫ জনের পিএইচডি ও ১৯ জনের এমফিল ডিগ্রি অর্জন
- ২ ঢাবিতে ওষুধ শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে কর্মশালা
- ৩ ব্যাটেল অব মাইন্ডসের বিজয়ী বিইউপির টিম পারডন আস, কামিং থ্রু
- ৪ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. রাশেদুল ইসলাম
- ৫ ইবির নতুন উপ-উপাচার্য এয়াকুব আলী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম