ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ নেই

প্রকাশিত: ০৭:৪২ এএম, ১৪ অক্টোবর ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ বন্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভা শেষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শুধু ওই বছর এইচএসসিতে উত্তীর্ণরা অংশ নিতে পারবে, পুরাতনরা পারবে না।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাওয়ায় একদিকে যেমন প্রথমবার পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা বঞ্চিত হয়, অপরদিকে পুরাতন শিক্ষার্থীরা কোচিং সেন্টারগুলোর সহযোগিতা নিয়ে ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতি করার চেষ্টা করে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে ইংরেজি বিভাগে ভর্তির শর্ত শিথিল করার সিদ্ধান্তও হয়েছে ভর্তি কমিটির সভায়।

বিশ্ববিদ্যালয়ের তথ্যনুযায়ী, এবার ইংরেজি বিভাগে প্রথম বর্ষে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে, যাদের ১২৫ জনই কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিট থেকে আসার কথা। বাকী ২৫ জনকে নেয়ার কথা সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিট থেকে।