ঢাবিতে ইসলামী শাসনতন্ত্রের মিছিলে হতবাক প্রগতিশীল জোট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রকাশ্য মিছিলের প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।
গতকাল বুধবার জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবির, ছাত্রঐক্য ফোরামের আহ্বায়ক সরকার আল ইমরান নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে ধর্মভিত্তিক সংগঠনের প্রকাশ্য মিছিলের ঘটনা আমাদের হতবাক করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকারত্ব আরও বেশি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। ধর্মভিত্তিক ছাত্রসংগঠন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত জাতীয় ছাত্রসমাজ বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ কর্তৃক প্রত্যাখ্যাত। এই সকল সংগঠনকে ক্যাম্পাসের গণতন্ত্রমনা শিক্ষার্থী ও শিক্ষকগণ কখনোই গ্রহণ করেনি। অথচ, আজ ক্যাম্পাসে সবার চোখের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মতো একটি ধর্মভিত্তিক সংগঠন যেভাবে মিছিল করতে পারল, তাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌন সমর্থনকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘ভোট-ডাকাতির মাধ্যমে গায়ের জোরে ক্ষমতায় থাকা বর্তমান আওয়ামী সরকারের সাম্প্রদায়িকতার সাথে আঁতাতের বিষয়টি কিছুতেই আড়াল করা যায় না। কেননা, তাদের রাজনীতির অনুসরণকারীরাই ক্যাম্পাসে মৌলবাদ বিস্তারের ঘৃণ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকারের পদলেহী বিশ্ববিদ্যালয় প্রশাসনও তার বাইরে নয়। আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় ছাত্র সমাজকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নীরব ভূমিকার তীব্র নিন্দা জানাই।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি নিয়ে মঙ্গলবার বিক্ষোভ করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
এমএইচ/বিএ