ঢাবিতে ভর্তির আবেদন প্রক্রিয়া সোমবার শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া সোমবার থেকে শুরু হচ্ছে। ওইদিন সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে এ প্রক্রিয়ার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ১০ অক্টোবর, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অঙ্কন ১৭ অক্টোবর, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এমএইচ/একে/এমআরআই
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী আলিফের গায়েবানা জানাজা
- ৪ সিসিককে হোল্ডিং ট্যাক্স বাবদ ৮৭ লাখ টাকা পরিশোধ করলো শাবিপ্রবি
- ৫ সব বিভাগের অংশগ্রহণে প্রথমবারের মতো শিক্ষা ও গবেষণা প্রদর্শনী