জাবিতে কবিতার মাধ্যমে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কবিতা পাঠের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহির রায়হান মিলনায়তনে এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
অনুষ্ঠান উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, আবেগ থেকে চিন্তার স্বাধীনতা আসে। প্রাণের আবেগের সঙ্গে যুক্তির প্রাধান্য থাকলে বড় ধরনের ঘটনার জন্ম হয়। বাংলাদেশের মুক্তি-সংগ্রামে আবেগ এবং যুক্তি ছিল। বঙ্গবন্ধু আবেগকে বাঙালির প্রাণের ভেতর মিশাতে পেরেছিলেন। এ জন্য বাঙালি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু আত্মদান করেছেন। তাঁর আত্মদান এদেশের মানুষ চিরদিন স্মরণ করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।এছাড়া অনুষ্ঠানে কবিতা পাঠ করেন- কবি নুরুল হুদা, কবি কাজী রোজী, কবি অসীম সাহা, কবি মুহাম্মদ সামাদ, কবি আসলাম সানী, কবি অঞ্জনা সাহা, কবি আনিস মুহাম্মদ, কবি পিয়াস মজিদ, সালাম সাকলাইন প্রমুখ।
হাফিজুর রহমান/আরএস/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ৭ কলেজকে বিশ্ববিদ্যালয় করতে ১ মাসের মধ্যে রূপরেখা প্রণয়নের দাবি
- ২ ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা ৩ থেকে কমিয়ে ১ শতাংশ করলো রাবি প্রশাসন
- ৩ ঢাবিতে ৩ দিনব্যাপী দাবা প্রতিযোগিতা শুরু
- ৪ ২ কার্যদিবসের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি
- ৫ মাদকের আসর থেকে ঢাবি-জাবিসহ চার বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী আটক