অর্থমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করবে নো ভ্যাট অব এডুকেশন
বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের উপর আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট কমানো হবে না বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করা হবে বলে হুশিয়ারি দিয়েছে নো ভ্যাট অব এডুকেশন নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন নো ভ্যাট অব অ্যাডুকেশন-এর মুখপাত্র ফারুক আহমাদ আরিফ। সম্মেলনে জ্যোতির্ময় চক্রবর্তী, নাঈম ইসলাম, জয় বনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
আরিফ বলেন, বাংলাদেশের মোট শিক্ষার্থীর ৬৩ শতাংশ প্রাইভেট সেক্টরে পড়াশোনা করছে। তারা নিজেদের বাবা-মার অর্থ খরচ করে পড়ালেখা করে যাচ্ছে। সরকার এই শিক্ষার্থীদের উপর ভ্যাট আরোপ করে সবাইকে মুর্খতার যুগে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করতে চাচ্ছে।
তিনি বলেন, অর্থমন্ত্রী ১৪ আগস্ট সিলেটে শিক্ষা খাতে ভ্যাট নিয়ে যে বক্তব্য রেখেছেন তা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদসহ দেশের আপামর জনসাধারণের সঙ্গে উপহাসের সামিল। অর্থমন্ত্রীর বক্তব্যের কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আত্মমর্যাদায় আঘাত লেগেছে। তারা আজ এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছে।
এ সময় দুই দফা কর্মসূচি ঘোষণা করে তিনি আরো বলেন, (১) বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর আরোপিত ৭ দশমিক ৫ ভ্যাট প্রতাহারের দাবিতে ও অর্থমন্ত্রীর উপহাসমূলক বক্তব্যের প্রতিবাদে শনিবার অর্থমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ। (২) আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্থমন্ত্রী বরাবর ৭ দশমিক ৫ ভ্যাট প্রতাহারের দাবিতে (শিক্ষা হোক ভ্যাটমুক্ত/সবার জন্য উন্মুক্ত) প্রেরণ, এবং প্রতিটি ক্যাম্পাসে টাকা জমা দেয়ার রশিদ নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
আরিফ বলেন, ভ্যাট প্রত্যাহারের দাবি আদায়ের ওপর নির্ভর করছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের গণশিক্ষার অধিকার। তাই আগামী দিনের লড়াই সংগ্রামে বিজয় ছিনিয়ে আনতে ঐতিহাসিক সময়ের দাবিতে আমাদের সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি।
এমএইচ/বিএ