ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবি শিক্ষার্থীকে মারধর করলো ছাত্রলীগ

প্রকাশিত: ১০:২৮ এএম, ১৯ আগস্ট ২০১৫

এক ছাত্রীকে উত্যক্তের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হেদায়েত উল্লাহ আল মামুন ফারসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, রাবি শাখা ছাত্রলীগের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ ও ছাত্রলীগকর্মী হীরকসহ বেশকয়েজন হেদায়েতকে শহীদুল্লাহ কলাভবনের সামনে ডেকে নিয়ে আসে। পরে ইতিহাস বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্যক্তের অভিযোগ এনে মারধর করে।

ঘটনার সত্যতা স্বীকার করে হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, এক ছোট ভাইয়ের কাছ থেকে ওই মেয়ের নাম্বার নিয়ে যোগাযোগের চেষ্টা করেছিলাম। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তাকে মারধর করা হয়েছে স্বীকার করে বিষয়টি মিমাংসা হয়ে গেছে বলে জানান হেদায়েত।

তবে এ বিষয়ে মুস্তাকীম বিল্লাহ ও হীরকের সাথে ফোনে বার বার চেষ্টা করে হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

মারধরের ঘটনা জানেন না উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান বলেন, এখনও কোনো অভিযোগ আসেনি। আমাদের কাছে অভিযোগ আসলে যেই হোক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।  

এমএএস/এমআরআই