ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

মাদার তেরেসা গোল্ড মেডেল পেলেন অধ্যাপক ডা. ফরিদা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | গণবিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৫ নভেম্বর ২০১৮

শিক্ষা ও চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানমকে মাদার তেরেসা গোল্ড মেডেল-২০১৮ দেয়া হয়েছে। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে যোগদানের আগে অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম রাজশাহী, রংপুর ও বরিশাল মেডিকেল কলেজে অধ্যাপনা করেন। এছাড়া কুমিল্লা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পদেও তিনি নিয়োজিত ছিলেন। অধ্যাপক ফরিদা আদিব খানম রাজশাহী মেডিকেল কলেজ থেকে ১৯৭৩ সালে এমবিবিএস এবং আইপিজিএমআর হতে ১৯৮১ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘদিন আইপিজিএমআর-গবেষণা কাজে নিয়োজিত ছিলেন তিনি। পরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদে যোগদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সোসাইটি অব ফিজিওলজিস্টস’র সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে যোগদানের পাশাপাশি দেশি-বিদেশি জার্নালে প্রায় ২৪টি প্রকাশনা রয়েছে তার।

জেডএ/জেআইএম

আরও পড়ুন