ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবিতে আবারো শিক্ষকদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৮ আগস্ট ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে আবারো প্রশাসন ভবন-২ ( উপাচার্য ভবন) এর সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা। মঙ্গলবার বেলা ১১ টায় ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর শিক্ষকরা ওই  ভবনের সামনে অবস্থান নেন।

‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম জানান, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এর আগে উপাচার্যকে অনেক বার সময় দেয়া হয়েছে । কিন্তু তিনি তার কথা রাখেননি ।

জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে সরকার সমর্থক একাংশের শিক্ষকরা।
 
আন্দোলনের অংশ হিসেবে গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ ছাড়েন ৩৫ জন শিক্ষক, যাদের মধ্যে অধ্যাপক জাফর ইকবালও ছিলেন।
 
শিক্ষকদের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থার নিরসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনকারী শিক্ষক এবং উপাচার্যের সঙ্গে গত ২৩ এবং ২৪ জুন পৃথক বৈঠক করেন। কিন্তু বৈঠকের পর ১ মাস অতিবাহিত হলেও দুই পক্ষই আগের অবস্থানে রয়েছে।

এসএস/পিআর