ঢাবিতে ভর্তির সুযোগ পাচ্ছেন সেই হৃদয়
মায়ের কোলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত `খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া হৃদয় সরকারকে অবশেষে ভর্তির সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় সেরিবাল পালসিতে আক্রান্ত হৃদয় সরকারের ভর্তির বিষয়ে আপত্তি তুলে নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়।
যদিও এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি কর্তৃপক্ষ। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, রেজিস্ট্রার বিল্ডিং থেকে লিখিত কাগজপত্র আসলেই এ বিষয়ে কথা বলা যাবে। তবে রেজিস্ট্রার বিল্ডিংয়ের একাধিক সূত্র হৃদয় সরকারের ভর্তিতে ডিনস কমিটির সিদ্ধান্তের কথা জানিয়েছে। তারা বলেন, কাগজপত্র তৈরি করা হচ্ছে। সেগুলো অনুষদের পাঠালে হৃদয় সরকারের ভর্তিতে কোনো বাধা থাকবে না।
এর আগে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৭৪০তম পজিশনে উত্তীর্ণ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী হৃদয় সরকারের প্রতিবন্ধী কোটা ব্যবহারের বাধা ছিল। অবশেষে তার জন্য শর্ত শিথিল করেছে কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী ভর্তি পরীক্ষায় কেবল বাক, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীর শারীরিক প্রতিবন্ধী কোটায় ভর্তির সুযোগ পাবে।
এমএইচ/এনডিএস/পিআর