জাবিতে ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা শুরু ১৮ নভেম্বর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৮, ১৯, ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮, ১৯, ২০ ও ২২ নভেম্বর শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা যারা দিতে পারবে তাদের তালিকা ও বিস্তারিত সূচি দ্রুত প্রকাশ করা হবে।
মুক্তিযোদ্ধার সন্তান কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায় এবং দলিত সম্প্রদায় কোটা এবং প্রতিবন্ধী কোটা থেকে ভর্তির জন্য ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পূর্ণ করার জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০ টাকা করে জমা দিতে হবে।
এ বছর থেকে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সহকারী রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
অনুষদগুলোর ডিন অফিস ও ইনস্টিটিউটের পরিচালকদের অফিসে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ju-admission.org) থেকে ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানা যাবে।
হাফিজুর রহমান/আরএআর/পিআর