ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাতারাতি শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় : ভিসি হারুন

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ৩১ অক্টোবর ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান সমান নয় বলে স্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। সেই সঙ্গে রাতারাতি এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলেও জানান তিনি।

বুধবার দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে স্টুডেন্ট সেন্টার লার্নিং বিষয়ক কর্মশালার উদ্বোধনীতে এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ড. হারুন-অর-রশিদ।

তিনি বলেন, রাজশাহী কলেজ দেশের মডেল কলেজ। এর পাশাপাশি আরও কিছু কলেজ আছে যেগুলো মানসম্মত শিক্ষা দেয়। কিন্তু এমন কলেজ আছে এর ছিটেফোঁটা নেই। এসব আমরা জানি। সারা দেশের প্রায় ২৮ লক্ষাধিক শিক্ষার্থীর উন্নত মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এটি সময়সাপেক্ষ। রাতারাতি এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আল-ফারুক চৌধুরী এবং ইংরেজি বিভাগের প্রধান ও শিক্ষক স্টাফ কাউন্সিলের সম্পাদক প্রফেসর পিযুষ কান্তি ফৌজদার। কর্মশালায় কলেজের বিভন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম

আরও পড়ুন