ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য হলভিত্তিক প্রথম খসড়া ভোটার তালিকা বুধবার প্রকাশ করা হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বুধবার দুপুর ১২টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই তালিকা উদ্বোধন করবেন।
ducsu.du.ac.bd ওয়েবসাইট ভিজিট করে এই তালিকা দেখা যাবে। খসড়া ভোটার তালিকার সংশোধনীর (সংযোজন, বিয়োজন বা পরিমার্জন) জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ অফিসে লিখিতভাবে জানাতে হবে।
খসড়া ভোটার তালিকার হার্ড কপি হল অফিসে সংরক্ষিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
কবে নাগাদ ডাকসু নির্বাচন দেয়া হবে এমন প্রশ্নের জবাবে গতমাসে এক অনুষ্ঠানে উপাচার্য বলেছিলেন, নির্বাচনের ব্যাপারে একটা নির্দেশনা আমাদের আগেই দেয়া আছে। নির্বাচনী কাজের পরিধি নিয়ে আমাদের প্রভোস্ট কমিটি ও শৃঙ্খলা কমিটি ইতোমধ্যে একটা নির্দেশনা দিয়েছে। সেক্ষেত্রে ২০১৯ সালের মার্চ মাস আমাদের টার্গেট। সে লক্ষ্যে আমাদের প্রাধ্যক্ষরা ভোটার তালিকা প্রণয়নে কাজ করছেন। অক্টোবরের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রণয়ন করব। কঠিন কাজটা করতে পারলে আমরা অনেক এগিয়ে যাবো।
এমএইচ/এনএফ/জেআইএম