ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের ফের পরীক্ষা ১৬ নভেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৬ অক্টোবর ২০১৮

চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের আবারও পরীক্ষা নেয়ার তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৬ নভেম্বর শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা হবে।

এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাবি ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।

তিনি বলেন, এই পরীক্ষায় অংশ নিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে একটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে আসবে তারা। যেখানে রোল নম্বর আগেরটাই থাকবে।’

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় শুধু উত্তীর্ণ ভর্তিচ্ছুদের অাবারও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৩ অক্টোবর ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এমএইচ/জেডএ/পিআর

আরও পড়ুন