ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বঙ্গবন্ধু স্মরণে রাবি সাংস্কৃতিক জোটের পরিবেশনা

প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৫ আগস্ট ২০১৫

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালার মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

পরিবেশনায় ‘মহান মানুষ আসে যুগে যুগে মহৎ কাজ করে, বিনয় অর্ঘ্য দেই তাহাদের অমর কীর্তি পরে’- স্লোগানে বিশ্ববিদ্যালয়ের নানা সাংস্কৃতিক সংগঠনসমূহ তাদের কবিতা ও নাটক পরিবেশনা করে।

রাবি সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কণিকা গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশনা করেন স্বনন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, অ্যাসোসিয়েশন ফর কালচার অ্যান্ড এডুকেশন, রাবি শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রাবির সাংস্কৃতিক সংগঠন তীর্থক নাটক এবং বিশ্ববিদ্যালয় থিয়েটার। এই পরিবেশনায় ‘লেখকের মৃত্যু’, ‘দায়’, ‘নজরবন্দী’ ও ‘চোখে আঙুল দাদা’ নামের চারটি নাটক পরিবেশনা করা হয়।

এমএএস/এমআরআই