ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবিতে ইফসার ভেকসিনেশন কর্মসূচি

প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৫ আগস্ট ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হেপাটাইটিস-বি রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার ও টিকা প্রদান (ভ্যাকসিনেশন) কর্মসূচি পালন করেছে ইয়ুথ ফর স্যোসাল এইড (ইফসা)।

‘হেপাটাইটিস-বি প্রতিরোধের এখনই সময়’ স্লোগানকে ধারন করে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি শনিবার বিকেলে শেষ হয়।

কর্মসূচির প্রথম পর্বে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে হেপাটাইটিস-বি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, ‘মূলত মানুষের মাঝে হেপাটাইটিস-বি সম্পর্কে অসচেতনাতাই এ রোগের বিস্তারের কারণ। এর টিকা নেওয়ার মাধ্যমে এ রোগ থেকে দূরে থাকা সম্ভব’।

ইফসার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাবির প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল কবির ভূইয়া বলেন, ‘ইফসার এই কর্মসূচি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সমাজসেবামূলক কাজগুলো সমাজ পরিবর্তনে অনবদ্য ভূমিকা রাখবে’।

সেমিনারে হেপাটাইটিস-বি সংক্রান্ত একটি প্রবন্ধ পাঠ করেন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উপদেষ্টা রাশেদুল ইসলাম।

ইফসার জাবি সভাপতি আলী আজম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক জান্নাতুল হাবিব, ইফসার প্রতিষ্ঠাতা সভাপতি জিহাদ হোসেন দিদার, পপুলার ফার্মাসিউটিক্যালের ব্রান্ড ম্যানেজার আহসানুর রহমান প্রমুখ।

কর্মসূচির দ্বিতীয় পর্বে শুক্রবার এবং শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজন করা হয় হেপাটাইটিস-বি টিকা প্রদান কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ তিন শতাধিক (৩৩০ জন) লোক টিকা নেয়।

হাফিজুর রহমান/একে/আরআইপি