ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি ‘ঘ’ ইউনিটে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১১:১৩ পিএম, ১৫ অক্টোবর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. সাদেকা হালিমের পদত্যাগ ও অনুুষ্ঠত ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় নেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

সোমবার টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে পরীক্ষা বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় ভর্তিচ্ছু এক শিক্ষার্থী বলেন, আমরা নিজের মেধাকে যাচাই করতে চাই। এটা কোনো পরীক্ষা হয়নি। আমাদের সাথে পরীক্ষার নামে প্রহসন করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রসাশনকে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু রায়হান খান বলেন, পরীক্ষার শুরু হওয়ার আগেই প্রশ্নফাঁস হয়েছে, যার প্রমাণ সাংবাদিকদের কাছে আছে। কিন্তু প্রশাসন তা তদন্তের আগেই অস্বীকার করেছে। আমরা এই পরীক্ষা বাতিল চাই। পরীক্ষা বাতিল না করা হলে মেধাবীরা বঞ্চিত হবে।

এমএইচ/বিএ

আরও পড়ুন