ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ভর্তিচ্ছুকে যৌন হয়রানি : জবির দুই শিক্ষার্থীকে বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৯ অক্টোবর ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষা দিতে আসা এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কার দুই শিক্ষার্থী হলেন- ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জয়নুল আবেদীন এবং মো. মোবারক ঠাকুর প্রিন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ অক্টোবর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষে বের হবার সময় এক ছাত্রীকে স্পর্শকাতর জায়গা দেখিয়ে অশালীন ও হয়রানিমূলক কথাবার্তা বলেন ওই দুই শিক্ষার্থী। ভর্তিচ্ছু ছাত্রী প্রতিবাদ করলে তাকে জোরপূর্বক বিল্ডিংয়ের একসাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। যৌন হয়রানিতে সরাসরি জড়িত থাকার সত্যতা পাওয়ায় ৮ অক্টোবর থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী। এই ধরনের শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না তার লিখিত জবাব আগামী ৭ কার্যদিবসের মধ্যে দাখিল করতে তাদের নির্দেশ দেয়া হয়েছে।

জেডএ/আরআইপি

আরও পড়ুন