ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি ৫১তম সমাবর্তনের মহড়া শুক্রবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন শনিবার (৬ অক্টোবর) কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আগামীকাল বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের খেলার মাঠে সমাবর্তন রিহার্সেল (মহড়া) আয়োজিত হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, অধিভুক্ত সরকারি সাত কলেজের রিহার্সেল (মহড়া) একই সময় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যুতে হবে। সমাবর্তনে অংশগ্রহণেচ্ছুদের যথাসময়ে রিহার্সেলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। কস্টিউম পরিধান ছাড়া সমাবর্তন রিহার্সেল এবং সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না।

উল্লেখ্য, এ বছর রেকর্ড সংখ্যক গ্রাজুয়েটের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন। সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২১ হাজার ১১১ জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। এই সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনের ইতিহাসে সর্বাধিক। অনুষ্ঠানে কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১জনকে পিএইচডি এবং ২৭ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে।

এমএইচ/এমআরএম/এমএস

আরও পড়ুন