ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ছয় দফা বাস্তবায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তানদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাজশাহী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০২ অক্টোবর ২০১৮

প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মন্ত্রিপরিষদ সচিবের কোটা বাতিলের সুপারিশ বাতিল চেয়ে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ড. আব্দুল মান্নান বলেন, কোটা বাতিলের সুপারিশ মুক্তিযোদ্ধারা মানে না। অবিলম্বে মন্ত্রিপরিষদ সচিবের সুপারিশ প্রত্যাহার করে নিতে হবে। যদি কোটা সম্পর্কে কোনো মন্তব্য করতে হয় তাহলে কমিটিতে মুক্তিযোদ্ধা মন্ত্রী ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রতিনিধি রেখে কোটা নিয়ে আলোচনা করতে হবে।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিবের কোটা বাতিলের সুপারিশ প্রত্যাহার, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের জন্য শুধু ৩০ শতাংশ কোটা নয় সুনিশ্চিত চাকরির ব্যবস্থা, রাজাকারদের সম্পত্তি বাজেয়াপ্ত, রাজাকার সন্তানদের চাকরিচ্যুত করা, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির ব্যবস্থা, সামাজিক মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবমাননার বিচার করাসহ ছয়টি দাবি বাস্তবায়নের দাবি জানান তারা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদের আহ্বায়ক সাফকাত মঞ্জুর বিপ্লব, রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সজল, বিশ্ববিদ্যালয় শাখার সদস্য অমর শুভ, জ্যোতি বসু ও মেহরাব হোসেন প্রমুখ।

এএম/এমএস