জবির দুই শিক্ষার্থীকে বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬ শিক্ষার্থীকে মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জবি প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘দুর্জয়’ বাসে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গ্রুপ স্টাডিরত ৬ শিক্ষার্থীকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ পাওয়া যায়।
ওই অভিযোগের প্রাথমিক তদন্তে এ ঘটনায় দুই শিক্ষার্থীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী।
এ কারণে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের ছাত্র মেহেদী হাসান (আইডি নং- ই ১৬০১০৬০৪৮) এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র মাসফিক খান আদরকে (আইডি নং- ই১৬০৩০৫০৩৭) ২৩ সেপ্টেম্বর থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমএমজেড/জেআইএম