ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবির ‘ইউনিট-১’ এর ভর্তি পরীক্ষা ২৯ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জবি | প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণির ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-এর ভর্তি পরীক্ষা আগামী ২৯ সেপ্টেম্বর (শনিবার) দুই শিফটে (সকাল ও বিকেল) অনুষ্ঠিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট তিনটি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হবে।

জবি সূত্রে জানা গেছে এবার ইউনিট-১ এর ৮২৫টি আসনের বিপরীতে ২৬ হাজার ৪০৫ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হয়েছে।

প্রথম শিফটের (সকাল ১০টা-১১টা ৩০মিনিট) ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ১৩ হাজার ২৪১ জন। এরমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ১১ হাজার ১৮৭ জন, কলেজিয়েট স্কুলে (সদরঘাট) ৮০০ জন, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ২৫৪ জন অংশ নেবে।

দ্বিতীয় শিফটের (বিকেল ৩টা ৩০মিনিট- ৫টা) ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ১৩ হাজার ১৬৪ জন। এরমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে- ১১ হাজার ১৮৭ জন, কলেজিয়েট স্কুলে (সদরঘাট) ৭৯৯ জন, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ১৭৮ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের অবশ্যই প্রিন্টকৃত প্রবেশপত্র (Admit Card) সঙ্গে আনতে হবে। আসন বিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।

এছাড়াও সফলভাবে আবেদনকৃত পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস আবেদনের সময়ে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

এমএমজেড/জেআইএম

আরও পড়ুন